মোঃ রবিউল ইসলাম মিনাল,রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৬ নং মাটিকাটা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের মাছ মারা এলাকার আজ সোমবার ১০/৭/২০৩ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে অটো চার্জ থেকে খোলার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটো চাল মৃত: ইয়ার মহম্মদ এর ছেলে গোলাব আলী( ৪৮) মাছ মারার বেনিপুর। স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো রাতে অটো চার্জে দিয়ে বাসায় ঘুমায় সকাল হলে চার্জ থেকে বের করে, গাড়ি নিয়ে ইনকামের উদ্দেশ্যে বের হয়, ঠিক আজ সকালেও গাড়ি নিয়ে বের হওয়ার উদ্দেশ্যে চার্জ থেকে খোলার সময় বিদুস্পৃষ্ট হয় , এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।