গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে প্রায় ১৫ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ধামইরহাট উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে উপজেলা শাখা কৃষকদলের আহবায়ক মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর কৃষকদলের আহবায়ক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সম্মেলনটি উদ্বোধন করেন জেলা কৃষক দলের আহবায়ক মমিনুল ইসলাম চঞ্চল।
দ্বিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সাবেক এমপি মো. সামসুজ্জোহা খাঁন জোহা খান প্রায় ১৫ বছর পর মো. তরিকুল ইসলামকে উপজেলা কৃষকদলের সভাপতি ও রমজান আলীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট এবং মো. জাহাঙ্গীর আলমকে সভাপতি ও মো. আরমান হোসেন রিপনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পৌর কৃষকদলের একটি কমিটি ঘোষণা করেন।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি ও বিশেষ বক্তা হিসেবে জেলা কৃষকদলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক সুলতান মামুনুর রশিদ, যুগ্ন-আহবায়ক এস এম সহিদুজ্জামান, যুগ্ন-আহবায়ক এ.কে.এম নমিনুল হক সানা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক সুলতান মামুনুর রশিদ মামুন, যুগ্ন-আহবায়ক এসএম সহিদুজ্জামান সোহান, যুগ্ন-আহবায়ক এ.কে.এম নমিনুল হক সানা, জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, পৌর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।