মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও রুমানা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার । এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মৎস্য অফিসার আবু সাঈদ, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মৎস্য চাষী , মৎস্যজীবী, আড়ৎদার, মৎস্য বসায়ীগণ প্রমূখ।