গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এপির আয়োজনে হান্ড্রেড হিরোদের সন্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে এগারোটায় উপজেলা মিলনায়তনে ধামইরহাট এপির এরিয়া পোগ্রাম ম্যানেজার মি. মানুয়েল হাসদার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিগণ ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির আয়োজনে ধামইরহাটের ৪ টি ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন ও সেচ্ছাসেবীমূলক কাজের তথ্যচিত্র গ্যালারি পরিদর্শন শেষে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ ও শিশু সুরক্ষা, মাদক বিরোধী, বৃক্ষ রোপণ, রক্তদান ও বিভিন্ন সামাজিক উন্নয়ন ও সেচ্ছাসেবী মূলক কাজের জন্য একশত জন হিরোকে সন্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেন।
এসময় অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মিস. সাবিনা এক্কা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দীন ফারুকী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছারাও উপস্থিতি ছিলেন, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সিনিয়র পোগ্রাম অফিসার মি. ডেনিস তপ্ন, নাথান কুমার চৌকিদার, মুকুল বৈরাগী, শ্যামল কুমার মন্ডল, জুনিয়র পোগ্রাম অফিসার শারমীন আক্তার শুরভী, রোজলিন মিতু কোরাইয়া, উপজেলা যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবাল ও ৪ টি ইউনিয়ন থেকে আগত ২০০ জন শিশু ও যুবকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া থেকে আগত সাংবাদিকগণ।