গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে সরকারি মফিজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় ও কলেজ শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল চারটায় ধামইরহাট সরকারি মফিজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সৌরভের সভাপতিত্বে ধামইরহাট সরকারি মফিজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজ মাঠে কলেজ শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির অভিষেক ও ২১৪ জন এইচএসসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেন নওগাঁর ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ এসএম আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু, নওগাঁ জেলা শাখা ছাত্রলীগের সভাপতি মো. সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সাধারণ সম্পাদক আহসান হাবিব পান্নু ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন বাবু, কলেজের প্রভাষক, শিক্ষার্থী ও নবগঠিত ছাত্রলীগ কমিটির সদস্যগণ।