গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বিশরাম উড়াও (৬৫) নামের এক বৃদ্ধকে ধারালো হাসুয়া দিয়ে গুরুতর আহত করা হয়েছে। এখন তিনি জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । ওই বৃদ্ধার ছেলে রনজিত উড়াও বাদী হয়ে গত বুধবার সন্ধ্যায় উপজেলার খেলনা ইউনিয়নের বটতলি এলাকার মৃত অনিল মুর্ষুর ছেলে তালা মুর্মুকে (৪৯) প্রধান আসামী ও ১৪ জনসহ অজ্ঞাতনামা আরো ১২ জনের বিরুদ্ধে ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর তিটায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন আহতের ছেলে শ্রী রনজিত উড়াও।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই বিকেল সাড়ে পাঁচটায় বিবাদীগন লাঠিসোঠা, ধারালো বড় হাসুয়া, তীর ধনুকসহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আহত ওই বৃদ্ধের পৈতৃক সূত্রে পাওয়া সতফশীল বর্ণিত ৬০ শতাংশ জমিতে প্রবেশ করে হালচাষ করতে দিবেনা বলে অকথ্য ভাষায় গালি গালাজ করে। এবং ১নং বিবাদীর হাতে থাকা ধারালো বড় হাসুয়া দিয়ে ওই বৃদ্ধের দুই হাত ও দুই পায়ে স্বজোরে আঘাত করে গুরুতর জখম করে।
আরও জানা যায়, পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় ওই বৃদ্ধকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় ইজিবাইকে করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়। বিবাদীগন প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতি করবে বলে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। এমন অবস্থায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন বৃদ্ধের ছেলে রনজিত উড়াও।
ধামইরহাট থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, অভিযোগ পত্র হাতে পেয়েছি। দুই পক্ষকে নিয়ে মীমাংসা করার চেষ্টা চলছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।