মোঃ রবিউল ইসলাম মিনাল, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ ও যুবলীগের ত্রি-বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিলেকে আফজি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অয়েজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম।
সম্মেলনের প্রথমার্ধে কমিটির বিলুপ্ত করে প্রথম অধিবেশন শেষ করা হয়।
দ্বিতীয় অধিবেশন পৌর আওয়ামী লীগ ও যুবলীগের সবার সম্মতিক্রমে রবিউল আলমকে সভাপতি ও
মো. নাসিমুল হক নাসিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এর আগে রবিউল আলম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। সদ্যনির্বাচিত সাধারণ সম্পাদক নাসিম পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
যুবলীগের সম্পাদক আব্দুল জাব্বারকে সভাপতি ও আব্দুল্লাহকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। কৃষক লীগের সভাপতি শামসুল সাধারণ সম্পাদক জুয়েল।গোদাগাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি ইসাহাক ও সাধারণ সম্পাদক সুমন।