গোলজার রহমান,ধামইরহাট,প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল নয়টায় উপজেলা পরিষদ চত্বরে নওগাঁর ধামইরহাট-পত্নীতলা ২ আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকারের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠন, জাতীয় পার্টি, নওগাঁ পল্লীবিদ্যুত সমিতি ধামইরহাট জোনাল অফিস, বিভিন্ন স্কুল, কলেজ ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান এতে অংশগ্রহণ করেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জীবনীর উপর স্মৃতিচারণ ও আলোচনা সভার একপর্যায়ে শিক্ষার্থীরদের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্ম প্রত্যাশিত ১৮ জন যুবকদের মাঝে মোট ১০ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক ও ধামইরহাট মডেল প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা মো. শহীদুল ইসলাম,ধামইরহাট পৌর মেয়র মো,আমিনুল ইসলাম উপজেলা ভূমি কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সাধারণ সম্পাদক মুক্তাদিরুল হক, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. মিজানুর রহমান, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. বাহাউদ্দীন ফারুকী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ফরহাদ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. বেদারুল ইসলাম প্রমুখ।