মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) পত্নীতলা উপজেলা শাখার দ্বি-বার্ষিক (২০২৪-২৫) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করা ২টি প্যানেলের মধ্যে রনজিৎ- উত্তম প্যানেল থেকে ১০ জন নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে রমেশ কর্মকারের প্যানেল থেকে ১ জন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নজিপুর ভেতর বাজার স্বর্ণকার পট্রি এলাকায় একটি কক্ষে (অস্থায়ী নির্বাচন কার্যালয়ে) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রনজিৎ -উত্তম প্যানেলের রনজিৎ কুমার দত্ত ৫৯ ও উত্তম কুমার মহন্ত ৫৯ ভোট পেয়েছে। বাজুস’র নওগাঁ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এস এম রেজাউল হক ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রাজু স্বাক্ষরিত একটি ফলাফল শীট থেকে এ তথ্য জানা যায়।
প্রধান নির্বাচন কমিশন কল্যাণ চন্দ্র মন্ডল বলেন এই নির্বাচনে মোট ভোটার ছিল ১০২ জন শতভাগ ভোট কাস্ট হয়েছে, দুটি ভোট বাতিল হয়েছে। সুষ্ঠুও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।