ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে এপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে ধর্মীয় নেতা কাজী ও ঘটকদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ আগষ্ট) বেলা এগারটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের সুপার ভাইজার মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে ধর্মীয় নেতাসহ কাজী ও ঘটকদের সচেতনতার উপর আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, এপি, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মানুয়েল হাঁসদা, উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের এমসি রবিউল ইসলাম, কাজী মো. মামুনুর রশীদ, মইশর মসজিদের ইমাম মমিনুর রশিদ,
ঠাকুর কুমার প্রশান্ত প্রমুখ।