নওগাঁ নিউজ ডেস্ক:খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ছাত্রলীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত হতে হবে।
শুক্রবার বেলা ১১টায় নওগাঁ জেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন মন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ১ সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ সফল করতে এই সভার আয়োজন করা হয়।
সভায় মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার অধিকার রক্ষার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক স্বার্থ সুরক্ষায় অনবদ্য ভূমিকা পালন করে আসছে।
নওগাঁ শহরের সরিষা হাটির মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভার আয়োজন করে নওগাঁ জেলা ছাত্রলীগ। সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক, আত্রাই-রাণীনগরের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভি, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা ছাত্রলীগের সমাবেশ সফল করতে দিক নির্দেশনাদেন ও সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমাবেশ সফল করার আহ্বান জানান।
সভায় জেলার ১১ টি উপজেলা, বিভিন্ন পৌর, কলেজ শাখা ছাত্র লীগের নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।