নওগাঁ নিউজ ডেস্কঃ
নওগাঁয় শহিদুল ইসলাম নামে এক দলিল লেখককে শেরেস্তায় বসতে না দেওয়াসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দলিল লেখক সমিতির আহবায়কের বিরুদ্ধে। রবিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শহরের প্যারিমোহন সাধারন গ্রন্থাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী ওই দলিল লেখক। লিখিত বক্তব্যে দলিল লেখক শহিদুল ইসলাম বলেন, দীর্ঘ ২২ বছর ধরে যেই শেরেস্তায় বসে দলিল লিখেছি। সেখানে এখন আমাকে ঢুঁকতে দেওয়া হচ্ছে না। অবৈধ কমিটির ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে প্রতিনিয়ত হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আমার লাইসেন্স বাতিল করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমান আহবায়কসহ তাঁর অনুসারীরা। বাড়ি থেকে রাস্তায় বের হলে আমার পরিবার দুঃশ্চিন্তায় থাকে। সরকারের লাইসেন্সধারী দলিল লেখক হয়েও আমি নির্যাতিত নিপীড়িত। নিরাপত্তার সাথে আবারো নিজের সেরেস্তায় বসে স্বাধীনভাবে কাজ করতে সংশ্লিষ্ট সকল মহলের সহযোগীতা চান তিনি। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে জানতে নিয়ামতপুর দলিল লেখক সমিতির আহবায়ক মোজাফফর হোসেন এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু কারনে দলিল লেখক শহিদুলকে শেরেস্তায় বসতে দেওয়া হচ্ছে না। তবে হত্যার হুমকি দেওয়ার অভিযোগটি সঠিক নয়। নওগাঁ জেলা রেজিষ্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) শরীফ তোরাফ হোসেন বলেন, কোন লাইসেন্সধারী দলিল লেখককে শেরেস্তায় বসতে বাঁধা দেওয়াটা সম্পূর্ণ বে-আইনী। এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ্যা নেওয়া হবে।