নওগাঁ নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রানীনগর উপজেলা তাঁতী দলের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে রাণীনগর উপজেলা সদরের এছাহক আলী টাওয়ারের সামনে এ গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রানীনগর উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম শেখ এর সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো: এছাহক আলী।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো: এছাহক আলী বলেন, সমাজের মানুষদের সচেতন হতে হবে, প্রকৃতি আজ বিপর্যস্থ, অনাবৃষ্টি অfর গরমে জনজীবন আজ দুর্বিসহ। প্রকৃতির প্রয়োজন অনুযায়ী গাছ থাকলে এমন বিপর্যয় আসতো না তাই আমাদের স্বাভাবিক অক্সিজেন গ্রহন নির্মল প্রকৃতি ও তাপমাত্রা স্বাভাবিক করতে প্রচুর গাছ লাগানো প্রয়োজন। তিনি প্রত্যেক মানুষকে একটি করে গাছ লাগানোর আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, রানীনগর উপজেলা বিএনপির আহবায়ক রুকুনুজ্জামান খাঁন রুকু, যুগ্ন আহবায়ক মোসারব হোসেনসহ আরও অনেকে। অনুষ্ঠানে কয়েক হাজার ফলদ বৃক্ষের চারা বিতরন করা হয়।