গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর সীমান্তবর্তী দুই উপজেলা নিয়ে গঠিত ৪৭, নওগাঁ-২ ধামইরহাট-পত্নীতলা আসন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ আসনের প্রার্থীরা আগেভাগেই শুরু করেছেন তাদের প্রচার-প্রচারণা।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল তিনটায় উপজেলার আগ্রাদ্বীগু ইউনিয়ন শিয়ারা, নির্মইল, আকবরপুর, দিবর, খেলনা ও কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ডঃ ইঞ্জিনিয়ার আখতারুল আলম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন। এবং বর্তমান সরকারের উন্নয়নের তালিকা সংবলিত লিফলেট বিতরণ শেষে ভোটারদের কাছে দোয়া চান।
এসময় ইসবপুর ইউনিয়ন আওয়ামীলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইমরুল কায়েশ বাদল, আলমপুর ইউনিয়নের সাবেক মেম্বার মো. বেলাল হোসেন, আগ্রাদ্বীগুন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সহসভাপতি আবুল কালাম মন্ডল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হাসান, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিসহ দলীয় বঞ্চিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার আখতারুল আলম বলেন, ধামইরহাট এবং পত্নীতলা উপজেলার সাধারণ মানুষ তরুণ ও নতুন নেতৃত্ত্ব দেখতে চায়। একারণে এ এলাকার জনগণকে জনসম্পদে রূপান্তরিত করে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যেতে চান।
তিনি আরও বলেন, আওয়ামীলীগের দুর্দিনে যেসব নেতাকর্মী দুই উপজেলায় দলের হাল ধরে রেখেছিলেন তাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে আজ বঞ্চিত করে রেখেছে একটি মহল। এসব ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা হবে।