গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ বর্ডার গার্ড পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অভিযানে ২০ পুরিয়া (৩৫ গ্রাম) ভারতীয় হেরোইনসহ মোছা. জান্নাতুন ফেরদৌস (৩০) এবং ২৫ পুরিয়া (৪৪ গ্রাম) ভারতীয় হেরোইন এবং নগদ-৩৭০০ টাকাসহ মো. আব্দুস সামাদ (৭৯) ও মোছা. আম্বিয়া বেগম (৬০) নামের তিন চোরাকারবারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত জান্নাতুন ফেরদৌস উপজেলার খেলনা ইউনিয়ন লৌদিপুর গ্রামের মো. আব্দুল মালেকের স্ত্রী এবং আব্দুস সামাদ আগ্রাদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে ও মোছা. আম্বিয়া বেগম একই এলাকার মো. আব্দুস সামাদের স্ত্রী।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায় পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার বিকেলে আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে সীমান্ত পিলার ২৫৭/১ আর হতে ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লৌদিপুর গ্রামের পাঁকা রাস্তার উপর অভিযানের সময় ২০ পুরিয়া (৩৫ গ্রাম) ভারতীয় হেরোইন অপর অভিযানের সময় শিমুলতলী বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার তপন কুমার সরকারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৬/৯ এস হতে ৩ পয়েন্ট ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাশিপুর গ্রামের আগ্রাদ্বিগুন কলেজের পেছনে অভিযান পরিচালনা করে ২৫ পুরিয়া (৪৪ গ্রাম) ভারতীয় হেরোইন এবং নগদ-৩৭০০ টাকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
বিজিবি আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় হেরোইন ব্যবসার নেটওয়ার্ট গড়ে তোলে এবং বিজিবি গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদেরকে গ্রেফতারের মাধ্য দিয়ে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, বিজিবির হাতে গ্রেফতার চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সকালে তাদেরকে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।