গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক ও কর্মচারী মিলন মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে নানান কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ধামইরহাট উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক মো. মুকুল হোসেনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. আব্দুর রউফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল-ই-রব্বানীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী বৃন্দ।