নওগাঁ নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক দাতা সংস্থা IFAD এর আর্থিক সহযোগিতা এবং PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় দাবী মৌলিক উন্নয়ন সংস্থা, নওগাঁ কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আওতায় গতকাল রবিবার বিকেল ৫ ঘটিকায় মিনি মিল্ক পাস্তুরাইজেশন প্লান্টের শুভ উদ্বোধন ও অনুদানের চেক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাবী মৌলিক উন্নয়ন সংস্থার সম্মানিত নির্বাহী পরিচালক আশরাফুন নাহার। তিনি পাস্তুরাইজেশন প্লান্টের শুভ উদ্বোধন করেন এবং উদ্যোক্তার হাতে অনুদানের চেক তুলে দেন। তিনি উদ্যোক্তাকে ব্যবসার প্রসার ও গুণগত মানের বিষয়ে পরামর্শ প্রদান করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান চৌধুরী, পরিচালক (কার্যক্রম) কৃষিবিদ রাজু আহমেদ, সহ:সমন্বয়কারী (প্রকল্প) কৃষিবিদ মোঃ আমির হামজা, সিনিয়র ব্যবস্থাপক ট্রেনিং এন্ড মনিটরিং; কৃষিবিদ মোঃ মাহমুদ কবির, প্রকল্প ব্যবস্থাপক; মোঃ আল-আমিন, মনিটরিং অফিসার; কৃষিবিদ মোঃ রুহুল আমিন, ভিসিএফ(ডেইরি); সহ আরও অনেকে।