গোলজার রহমান, ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্বায়িত্বভার গ্রহণ করেছেন মো. হানিফুল ইসলাম হানিফ। তিনি ওই কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র শিক্ষক ছিলেন।
মঙ্গলবার দুপুর দেড়টায় ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এর দায়িত্বভার তুলে দেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. মাকসুদুর রহমান বিদুৎ। তিনি এর আগে এক বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্বায়িত্ব পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোসা. রুসমত আরা বেগম, বাংলা বিভাগের প্রভাষক একরামুল হক, পদার্থ বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক ছানাউল ইসলাম, ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মো. রফিকউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তমা আক্তার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সেলিম মাহমুদ রাজু প্রমুখ।