সাদ্দাম হোসেন,মহাদেবপুর প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনের অহিংসা প্রকল্পের উদ্যোগে সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় জেলা পরিষদ ডাকবাংলো মাঠে শ্বেত পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেন। অহিংসা প্রকল্পের সামাজিক সংগঠনের সভাপতি দীপঙ্কর লাকড়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, মুক্তিযোদ্ধা অজিত মন্ডল, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সাংবাদিক আইনুল ইসলাম, শালবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, ডাসকো কর্মকর্তা ইব্রাহিম খলিল, ফিরোজা বেগম, আনন্দ শীল, সন্ধ্যা মারডি প্রমুখ। দিনব্যাপী এ মেলায় ডাসকোর অহিংসা প্রকল্পের প্রশিক্ষন প্রাপ্ত শিল্পীদের পরিবেশনায় নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় ঐতিহ্যবাহী পারিবারিক সামগ্রী ও পিঠাপুলিসহ বিভিন্ন পণ্যের দোকান বসে।