গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ইউসিবি ব্যাংকের আয়োজনে উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ ও আলোচনা সভার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউসিবি ব্যাংক নওগাঁ জেলা শাখার ব্যবস্থাপক এসএম মাসুদ রানার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু হাসান এর উদ্বোধন করেন।
আলোচনা সভার এক পর্যায়ে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি বিভাগের ৬০ জন উদ্যোক্তাদের মধ্যে কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ফরহাদ হোসেন, উপজেলা মৎস অফিসার আইয়ুব হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা শাখা ব্যবস্থাপক মো. ফারুখ আলম, ধামইরহাট উপ শাখা ব্যবস্থাপক মো. ছামছুল ইসলাম প্রমুখ।