ধামইরহাট থেকে মোঃ রুহেল আহম্মেদঃনওগাঁর ধামইরহাটে রোগাক্রান্ত গরু জবাইয়ের অপরাধে মোবাইল কোর্ট কসাইকর ইদ্রিস আলীর পাঁচ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার উমার ইউনিয়ন আওতাধীন দৌলতপুর গ্রামের কসাইকর মৃত আব্দুল গফুরের ছেলে ইদ্রিস আলী (৪৫) ক্রয় কৃত একটি রোগাক্রান্ত গরু জবাই করে। রোগাক্রান্ত জবাইকৃত গরুটির মাংস বিক্রয়ের জন্য উপজেলা সদর ধামইরহাট বাজারে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ধামইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জেসমিন আক্তার দৌলতপুর গ্রামে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও মোবাইল কোর্টের প্রসিকিউটর কৃষিবিদ ডা. মো. ফরহাদ হোসেন জানান, পশুর স্বাস্থ্য পরীক্ষা সনদ ছাড়াই অনুমোদনহীনভাবে এবং অসুস্থ পশু জবাই ও মাংস বিক্রয়ের অপরাধে “পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১” অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত আইনের ধারা ৫, ৮ ও ১৭ লংঘনের দায়ে ৫,০০০ টাকা জরিমানা ও জব্দকৃত মাংস মাটিতে পুতে ফেলার নির্দেশ প্রদান করা হয়। উপস্থিত জনতার মধ্যে আলোচ্য আইন বিষয়ে এবং অসুস্থ গবাদিপশুর মাংস ভক্ষনে স্বাস্থ্যঝুকি নিয়ে সচেতনতা সৃষ্টি ও সংঘটিত অপরাধের বিষয়ে সতর্ক করা হয়।
তিনি এও বলেন, ভোক্তা পর্যায়ে মান সম্মত সেবা প্রদানের লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষনের পাশাপাশি উপজেলা প্রাণি সম্পদ দপ্তরও বিভিন্ন খামারি, ফিড বিক্রেতা সহ বিভিন্ন পর্যায়ে খাদ্য সামগ্রী মান যাচাই করা হচ্ছে, ভেজাল বিরোধী অভিযানও চলমান রয়েছে, কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতে হবে।