নওগাঁ নিউজ ডেস্কঃ নওগাঁয় নবাগত জেলা প্রানিসম্পদ কর্মকর্তার বরণ ও সাবেক প্রানিসম্পদ কর্মকর্তার বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকাল এগারোটার সময় নওগাঁ শহরের তাজের মোড়ে জেলা প্রানিসম্পদ কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত নওগাঁ জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু তালেব, সদ্য বিদায়ী নওগাঁ জেলা প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ মহির উদ্দীন, ফরেন্টা মিল্ক হাব এর পরিচালক ডাঃ নৃপেন্দ্র কুমার মজুমদার,কল্যাণী ফিড মিলস্ পরিচালক সুশান্ত কুমার সাহা, নওগাঁ সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম। এছাড়াও
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স্ এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি এ,কিউ,এম ওয়ালিউল ইসলাম খান, রেনেটা কোম্পানি লিঃ এর সিনিয়র ডিএসএম আল-আমীন, খামারী মোঃ আব্দুল মান্নান মোল্লা,খামারী মোঃ সোহেল রানা,খামারী মোছাঃ আম্বিয়া খাতুন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেইররী ফার্মার্স্ এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি এ,কিউ,এম ওয়াজিদুল ইসলাম খান। বক্তারা প্রানিপুষ্টি উন্নয়নে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে
সবাইকে তথা খামারীসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে মিলেমিশে কাজ করার
উদাত্ত আহবান জানান।