নওগাঁ নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) সাবেক সহ-সভাপতি দীপঙ্কর চক্রবর্তী হত্যাকা-ের ১৯তম বার্ষিকীতে স্মরণসভা ও স্মৃতিপদক প্রদান করেছে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)। বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সোমবার বেলা সাড়ে ১২টায় এই কর্মসূচির আয়োজন করা হয়। দীপঙ্কর চক্রবর্তী হত্যাকা-ের বার্ষিকীতে বগুড়ায় কর্মরত সাংবাদিকগণ কালোব্যাজ ধারণ করে কর্মসূচিতে অংশ নেন।
বিইউজে সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। বিইউজে’র সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে’র সহ-সভাপতি ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন ও বিএফইউজে’র নির্বাহী সদস্য প্রদীপ ভট্টাচার্য্য শংকর।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এবার দীপঙ্কর চক্রবর্তী স্মৃতি পদক পেয়েছেন প্রবীন সাংবাদিক মুরশীদ আলম, দৈনিক করতোয়ার মফস্বল সম্পাদক জয়নাল আবেদিন ও দৈনিক জনকণ্ঠের ফটো সাংবাদিক শফিউল আযম কমল।