নওগাঁ নিউজ ডেস্কঃ নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার(২ অক্টোবর) বিকেলে বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে বক্তারপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বর্ধিত সভা হয়। নওগাঁ সদর উপজেলার ৩নং বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে কীর্ত্তিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি।
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুবুল হক কমল,সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ নওগাঁ সদর উপজেলা শাখা, আলহাজ্ব মোঃ রেজাউল করিম,সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ সদর উপজেলা শাখা।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান ইলিয়াস তুহিন রেজা,নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান নয়ন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইস্তিয়াক আহম্মেদ ইমরান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাছেল আহম্মেদ,আওয়ামী লীগ নেতা আতা প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়েছে,অনুষ্ঠানে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে এছাড়াও নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।