গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে আগ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র দেবনাথ ও উত্তর চৌঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের অবসর জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ধামইরহাট উপজেলা শাখার সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় কমলপুর সরকারি বিদ্যালয়ের ১৩ জন কৃতি খেলোয়ারদের সংবর্ধনা দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু হাসান, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সহকারী শিক্ষা অফিসার শেখ শাফিউজ্জামান, রিতা রাণী মহন্ত, আপেল মাহমুদ, গোলাম রব্বানী, ইসতিয়াক আহম্মেদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ধামইরহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান কবির, চকবদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল আলম প্রমুখ।