গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধিঃনওগাঁর ধামইরহাটের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ও ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল তিনটায় ধামইরহাটের হাটখোলা চত্তরে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন উৎসবে যোগ দেয়। ঢোল, মাদল, দুরি আর ঝুনঝুনির তালে তালে তারা তাদের নিজেদের ভাষা ও সাংস্কৃতি তুলে ধরেন। এ সময় সাঁওতাল, মুণ্ডা, পাহান, মাহালি, মাহাতো ও হাড়িসহ বিভিন্ন ক্ষুদ্র জাতীসত্তার লোকজন উপস্থিত ছিলেন। এলাকার কারাম উৎসব উপলক্ষে তারা মুখরিত হয়ে আছেন। এ উৎসবকে কেন্দ্র করে হাটখোলা মাঠে এক গ্রামীণ মেলা বসে। যুগ যুগ ধরে নানান আনুষ্ঠানিকতায় উত্তরের সমতল ভূমির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষরা এই উৎসব পালন করে আসছেন।
এসময় কারাম উৎসবের আলোচনা সভায় ধামইরহাট আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি সমিরন হেমরনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো. আমিনুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দীন ফারুকী, প্যানেল মেয়র মো. মেহেদী হাসান, পৌর কাউন্সিলর মো. আমজাদ হোসেন, মো. মাহবুব আলম বাপ্পি, আদিবাসী ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক বিষপ তিজ্ঞা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা মাহাতো, সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার আগারওয়ালা, সাধারণ সম্পাদক তাপস কুমার মহন্ত ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।