মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধি: “অসময়তার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার ভূমি আজিজুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার।মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, পিআইও শোয়েব খান প্রমূখ।
পরে পত্নীতলা ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ওয়্যার হাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম এর নেতৃত্বে বিভিন্ন দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সেই বিষয়ে জনসচেতনতায় মহড়া ও কশরত প্রদর্শন করা হয়।