মো.গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি:”ভেজাল মুক্ত দেশ, আমাদের স্বপ্ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখার মাসিক সমন্বয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখা অফিসে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখার সভাপতি মো. মোস্তফা কামাল চৌধুরী ( জিন্নাহ)’র সভাপতিত্বে মাসিক সমন্বয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন, নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি মো. আব্দু মান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুহেল আহম্মেদ, নির্বাহী সদস্য মো. আব্দুল হাকিম, সদস্য মো. নুর সাইদসহ প্রমুখ ।
আলোচনা সভায় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখার সভাপতি মো. মোস্তফা কামাল চৌধুরী ( জিন্নাহ ) বলেন, ভেজাল মুক্ত দেশ, আমাদের স্বপ্ন, এই সংগঠনের মাধ্যমে আমরা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, বেকারি, ভেজাল খাদ্য, ভেজাল ঔষধ, ভূমি দস্যুতা, পরিবেশ দূষণ, শিশু শ্রম, নারী ও শিশু নির্যাতন, মাদক ব্যবসা, পরিবহন খাত, সরকারি বিভিন্ন দপ্তর, যেমন ভূমি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, থানা, ইউনিয়ন কাউন্সিল অফিস, ইত্যাদি দপ্তরগুলোতে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে সরকারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকার ব্যক্ত করেন। তিনিএও বলেন এই সংগঠনের মাধ্যমে দেশ ও দশের কল্যাণ হবে। আমাদের পেশাগত দায়িত্ব পালনে সরকারের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।