নওগাঁ নিউজ ডেস্কঃ ইফাদ ও পিকেএসএফ’র আর্থিক সহায়তাপুষ্ট আরএমটিপি প্রকল্পের আওতায় নিরাপদ মৎস্যপণ্য উৎপাদন ও মৎস্যপণ্যের বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প বাস্তবায়ন করছে নওগাঁ’র বে-সরকারী উন্নয়ন সংস্থা মৌসুমী। গতকাল ১৮ অক্টোবর ২০২৩খ্রি. সংস্থার প্রধান কার্যালয়ের হলরুমে প্রকল্পের আওতায় পুকুরে মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষে উৎসাহিত করণের লক্ষ্যে ০৮ জন তরুণ ও নারী উদ্যোক্তার হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এসময় চেক হস্তান্তর অনুষ্ঠানে ম্যানেজার (মনিটরিং) জনাব সোহেল রানা’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন মৌসুমী সংস্থার সম্মানিত উপ-নির্বাহী পরিচালক জনাব মো. এরফান আলী, পরিচালক (অর্থ) জনাব মো. মোফাখখের আলম, সি. ম্যানেজার (মানবসম্পদ) জনাব মো. আমিনুল ইসলাম, আরএমটিপি প্রকল্পের ভিসিএএফ জনাব মো. ফিরোজ হোসেন, এভিসিএফ জনাব মো. রুবেল রানা ও জনাব মো. আকরাম হোসেন।