গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ ধামইরহাটে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৯.৩০মিনিটে কল্পারম্ভ ও দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়। আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী এই উৎসব শেষ হবে।
ধামইরহাট কেন্দ্রীয় শিব মন্দিরের পুরোহিত শ্রী বিজন বাগচী বলেন, “আজ মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এবার দেবীর আগমন ও গমন ঘোড়ায়। শারদীয় এই দুর্গোৎসবে দেশ ও জাতির মঙ্গল কামনা করি।”
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ধামইরহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক, রামজনম রবিদাস বলেন, “এবছর উপজেলায় ৩১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।”