গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে চিরি নদীতে মো. ফারুক (৪৫) নামের এক নব মুসলিম যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই যুবক জাহানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কোকিল দর্গাপাড়া এলাকার মৃত গোবিন চন্দ্রের ছেলে। তিনি নব মুসলিম ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল তিনটায় জাহানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কোকিল দর্গাপাড়া এলাকার স্থানীয়রা লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় বিকেলে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মমিন, পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান এবং তদন্তকারী কর্মকর্তা মো. শফিকুল ইসলামকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মা নুরজাহান বলেন, ফারুক গত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ বিকেলে স্থানীয়দের কাছ থেকে ছেলের অর্থগণিত লাশ নদীতে ভেসে উঠার খবর জানতে পান।
তিনি আরও বলেন, ধামইরহাট ইউনিয়নের রামরামপুর তেলিপাড়া গ্রামের ভদোরের দুই ছেলে আতোয়ার এবং লোবাইসহ মিরাজ গোয়ালের ছেলে রহিম ছেলেকে প্রায় সময় বাড়ি থেকে ডেকে নিয়ে যেত। এবং প্রায়সময় প্রাণনাশের হুমকিও দিত। একারণে এই হত্যাকান্ডের সঙ্গে তারা জড়িত থাকতে পারে বলে জানান।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি বাহা উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে লাশটি ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আতোয়ার নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান।