গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি,নওগাঁর ধামইরহাটে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন, নওগাঁ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর ) বেলা ১১টায় ধামইরহাট আমাইতাড়া বাজার মনছুর টাওয়ারের তৃতীয় তলায় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখা অফিসে নওগাঁ জেলা শাখার সভাপতি মো. মোস্তফা কামাল চৌধুরীর (জিন্নাহ)র সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুহেল আহম্মেদ এর সঞ্চালনায় আগামীর কর্মপরিকল্পনা নিয়ে এক আলোচনা সভা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন, নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. সুলতান মাহমুদ (প্রিন্স), প্রচার ও প্রকাশনা সম্পাদক সালেমীর হাসান, নির্বাহী সদস্য মো. আব্দুল হাকিম, সদস্য সাখাওয়াত হোসেন, সদস্য মো. নুর সাইদ, সদস্য মো. গোলজার রহমান, সদস্য মোসা. মাহফুজা সরকারসহ প্রমুখ।