গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: আবু হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ, নিরাপদ খাদ্য উৎপাদন ও বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ. ফরহাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনসুর আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন লিডার মো. শফিউল ইসলাম প্রমুখ।