নওগাঁ নিউজ ডেস্কঃ ফিলিস্তিনিদের ওপর গত ২০ দিন ধরে ইসরাইলের বর্বোরচিত হামলা ও নারী শিশু সাংবাদিকসহ নিরীহ সাধারণ মানুষজন হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় নওগাঁ জেলা টেলিভিশন,প্রিন্ট ,অনলাইন এসোসিয়েশন শহরের মুক্তির মোড়ে ঘন্ট্যাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে নওগাঁ জেলা টেলিভিশন,প্রিন্ট ,অনলাইন এসোসিয়েশনের সভাপতি সাদেকুল ইসলাম বলেন,ইসরাইল ফিলিস্তিনে হামলা চালিয়ে ইতোমধ্যে নারী শিশুসহ প্রায় ৬ হাজার মানুষকে হত্যা করেছে। নিহতদের মধ্যে তথ্যানুযায়ী ২২ জন সাংবাদিক ও রয়েছেন। ইসরাইলের বর্বোরচিত হামলা থেকে হাসপাতালও রেহায় পাচ্ছেনা। যা মানবতার চরম লংঘন। অথচ জাতিসংঘের ভুমিকা আজ প্রশ্নবিদ্ধ। আমরা এই বর্বোরচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।সেইসাথে গণহত্যা ও হামলা বন্ধ করে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্টার দাবি জানাচ্ছি।
এসময় সংগঠনের সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম আর রকি. সাবেক ব্যাংকার বীর মুক্তি যোদ্ধা দেওয়ান রফিকুল ইসলাম, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও সাংবাদিক মাহমুদু ন্নবী বেলাল, ইসলামিক ফাউন্ডেশান নওগাঁ জেলা শিক্ষক সমিতির সভাপতি ক্বারী রমজান আলী, সাংবাদিক কাজী ডি এম,ফজলে রাব্বী স্বাধীন, ফজলে মাহমুদ চাঁদ বক্তব্য রাখেন।