গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে সামাজিক বন বিভাগ রাজশাহীর বাস্তবায়ন ও জিওবির অর্থায়নে বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় আলতাদীঘি জাতীয় উদ্যানের মূল গেটের উভয় পাশে এক হাজার মিটার সীমানা প্রাচীর, আর সিসি পাকা গাইড ম্যাপ ও বাউন্ডারি টয়লেট গাইড ম্যাপ নির্মাণ কাজের উদ্বোধন করলেন নওগাঁর ধামইরহাট পত্নীতলা- ২ আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার।
সনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় আলতাদীঘি জাতীয় উদ্যানের মূল গেটের উপভয় পাশে সামাজিক বন বিভাগ রাজশাহীর বাস্তবায়ন ও জিওবির অর্থায়নে নির্মাণ কাজের ব্যয় নির্ধারণ করা হয়েছে তিন কোটি তেত্রিশ লাখ তেরো হাজার পাঁচশ তিপ্পান্ন টাকা অষ্টাশি পয়সা। এতে নির্মাণ কাজে ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পেয়েছে নওগাঁর মানহা ট্রেডার্স।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন অফিসার রফিকুজ্জামান শাহ, নওগাঁ জোনের সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান, পাইকবান্দা রেঞ্জ অফিসার একেএম ফরহাদ জাহান, ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বডিউল আলম, ধামইরহাট ইউপির সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান, উপজেলা বন বিট অফিসার আনিসুর রহমান, কমিশনার মেহেদী হাসান প্রমুখ।