সাদ্দাম হোসেন,মহাদেবপুর প্রতিনিধিঃ নওগাঁয় গণধর্ষন মামলার পলাতক আসামী মো. মনোয়ার (৩৪) কে আটক করেছে র্যাব। র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ ও ছায়া তদন্ত শুরু করে তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার পূর্বরাত পৌনে ১টার দিকে জেলার মহাদেবপুর থানার শালবাড়ী দেওয়ানপুর এলাকা থেকে তাকে আটক করে। এঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ এর আগে ঘটনার মূল হোতা সুজনকে ঢাকা থেকে আটক করে। পরবর্তীতে আটককৃত মনোয়ার নওগাঁ সদর থানার মোহনপুর গ্রামের মোঃ সামাদের ছেলে।
র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী ছাত্রী হাপানিয়া স্কুল এন্ড কলেযের ১০ম শ্রেনীর ছাত্রী। প্রতিদিনের মত সে গত ৩০ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে হাপানিয়া বাজারে প্রাইভেট পড়ার জন্য একডালা নামক স্থানে পৌঁছালে সেখানে অবস্থানরত ব্যাটারী চালিত অটো ড্রাইভার সুজন তাকে সুকৌশলে অটোতে তুলে অপহরণ করে আটককৃত মনোয়ারের ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে তাকে বিভিন্নভাবে ভয়ভীত প্রদর্শন করে শারিরীক সম্পর্কের চেষ্টা করে। তাকে কোনভাবে শারিরীক সম্পর্কে রাজি করাতে না পেরে সুজন এবং মনোয়ার দুজন মিলে জোরপূর্বক তাকে পালাক্রমে গণধর্ষন করে এবং গণধর্ষনের ভিডিও তাদের ব্যক্তিগত মোবাইল ফোনে ধারন করে। ধর্ষকরা উক্ত গণধর্ষনের ঘটনা কারো নিকট প্রকাশ করলে ধারনকৃত ভিডিও ইন্টারনেটে ছেড়ে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়।
পরবর্তীতে তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।