নওগাঁ নিউজ ডেস্কঃ নওগাঁর সাপাহার উপজেলার কোচকুড়লিয়া গ্রামের ফেরদৌসী মৎস্য খামারের প্রতিষ্ঠাতা ধণাঢ্য ও সম্ভ্রান্ত পরিবারের বিশিষ্ট ব্যক্তি আজিম উদ্দীন (আজিম বাবু) (৯৫) শুক্রবার সকালে বার্ধক্যজনিত কারণে তার নিজের বাড়ীতে ইন্তেকাল করেছেন।
(ইন্না………………….রাজিউন। মৃত্যুর পার তিনি ৩ছেলে ৪মেয়ে নাতী নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তার নিজ গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারক কবর স্থানে মরহুমের লাশ সমাহিত করা হয়। উল্লেখ্য যে গত ১৩অক্টোবর/২৩ইং তারিখে তার জীবন সঙ্গীনীও এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান। স্ত্রীর কবরের পাশেই মরহুমের লাশ সমাহিত করা হয়েছে।