মাসুদ রানা, পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় রবিবার( ৫ নভেম্বর) কৃষি অফিসের আয়োজনে রবি মৌসুমের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির। কৃষি অফিসার শহীদুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ সহ স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন অফিস কর্মকর্তা , সাংবািক সুধিজন প্রমূখ।
এ কর্মসূচিতে ৬হাজার ৪২০জন কৃষকদের মাঝে সরিষা ভুট্টা মসুর বুট পেঁয়াজ রসুন ইত্যাদির বীজও সার বিতরণ করা হয়। এর আগে সকালে প্রধান অতিথি প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।