নওগাঁ নিউজ ডেস্কঃ সোমবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁ উপজেলা কনফারেন্স রুমে কেক কেটে উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক রাশেদুজ্জামান রাশেদের সঞ্চালনায় ও জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ সবুজ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ সাদেকুল ইসলাম, সময় টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এম আর রকি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম।
এ সময় জেলার ও বিভিন্ন উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ অতিথি সাংবাদিক সাদেকুল ইসলাম, বিশেষ অতিথি সাংবাদিক খোরশেদ আলম এবং বিশেষ অতিথি সাংবাদিক এম আর রকি বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে বর্ণাঢ্য র ্যলী, আলোচনা সভা, সম্মাননা স্মারক এবং কেক কেটে শেষে অনুষ্ঠানর সভাপতি দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সবুজ হুসাইন বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।