গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজ ও সাংবাদিকদের সংঙ্গে এক পরিচিতিমূলক মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে মত বিনিময় ও আলোচনা সভাটি করা হয়।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন ৩৪ তম বিসিএস ক্যাডার ছিলেন। চলতি মাসের ৮ তারিখে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরিচিতি পর্ব ও মতবিনিময়ের সভা শেষে, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা সরকারি কমিশনার ভূমি মোসা. জেসমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী বিপিএম পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন লিডার মো. শফিউল ইসলাম, সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিজিবি প্রতিনিধি।