গোলজার হোসেন,ধামইরহাট প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সচেতনতামূলক মত বিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
আলোচনা সভায় ডাক্তারদের অনুমতি ছাড়া রোগীদের এন্টি বায়োটিক ওষধ ব্যবহার ও ওষুধের দোকানগুলোতে প্রেসক্রিপশন ছাড়া
অ্যান্টিবায়োটি ওষুধ বিক্রি নিষিদ্ধ করাসহ এর ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ. ফরহাদ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ. নিয়াজ মোস্তাক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুরীবিভাগের ইনচার্জ তারাজুল ইসলাম, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আনিছুর রহমান প্রমুখ।