গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড ধানের বীজ সহায়তা এবং উফশী বোরো ফসলের বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জোবায়েরের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন কৃষি প্রণোদনা হিসেবে ৪ হাজার ৯০০ জন কৃষককে মাথাপিছু এক বিঘা জমির জন্য পাঁচ কেজি উফসি জাতের বোরো ধানবীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ ও বীজ সহায়তা হিসেবে প্রতিবিঘা জমির জন্য মাথাপিছু ৩ হাজার ৭০০ জন কৃষকদের মধ্যে দুই কেজি করে হাইব্রিড ধানবীজ বিতরণ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কাসহ বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তাগন।