গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে সাংবাদিকদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির শিশু সুরক্ষা, জেন্ডার ভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ শীর্ষক ও ২০২৪ সালের বিশেষ বিশেষ উদ্যোগ ও সেলিব্রেশন পয়েন্টসমূহ নিয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল এগারোটায় ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির অফিসে এরিয়া পোগ্রাম ম্যানেজার ম্যানুয়েল হাসদার সভাপতিত্বে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এসময় তাঁরা বাল্যবিবাহ মুক্ত ও ঘোষণায় সহায়তা, শিশু ও যুবাদের উন্নয়ন ও ক্ষমতায়ন, গ্রামকে স্মার্ট নিউট্রিশন ও ইকোলজি হিসেবে প্রতিষ্ঠা ও ঘোষণা করা, জেন্ডার সমতা ও পরিবেশ বান্ধব গ্রিন স্কুল হিসেবে প্রতিষ্ঠা করনে সহায়তা ও শিশুদের বিনোদনের ব্যবস্থা করন বিষয়ে বিস্তার আলোচ্য বিষয়সমূহ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
এরপর ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি স্থানীয় গণমাধ্যম ও সাংবাদিকদের কাজের প্রসংশা করেন। এবং তাঁদের কাজে সাংবাদিকদের অসামান্য অবদান ও ভূমিকা রাখায় ধামইরহাটের তিনটি প্রেসক্লাবের সভাপতির হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ, সহ-সভাপতি মো. সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিফাতুল হাসান চৌধুরী সৈকত, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আফজাল, দপ্তর সম্পাদক মো. গোলজার রহমান, ধামইরহাট প্রেসক্লাবের সদস্যগণ, ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সদস্যগণ, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথান চৌকিদার, ডেনিস তপ্ন, শ্যামল মন্ডল, চাইল্ড প্রটেকশন অফিসার প্রদীপ হাঁসদা, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন সুরভি, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সাবেক গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি প্রমুখ।