নওগাঁ নিউজ ডেস্কঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর পোরসা, সাপাহার) আসনের আওয়ামীলীগের বিদ্রহী প্রার্থী খালেকুজ্জামন তোতার প্রার্থিতা ফিরে পাওয়াই নিয়ামতপুর পোরশা সহ বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে।
নওগাঁ-১ (নিয়ামতপুর পোরসা, সাপাহার) আসনের আওয়ামীলীগের বিদ্রহী প্রার্থী খালেকুজ্জামন তোতার মনোনয়ন যাচাই বাছাই শেষে গত ৪ ডিসেম্বর প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ গোলাম মওলা। পরর্বত্তীতে ৭ ডিসেম্বর প্রার্থিতা চালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করলে নতুন করে হলফ নামা দাখিল সাপেক্ষে প্রার্থিতা বৈধ করার জন্য শুনানীর জন্য ১৩ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় শুরু হলে আপিলকারী পক্ষে এ্যাডভোকেট তানভীর আহম্মেদ উপস্থিতে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা নতুন করে হলফ নামা গ্রহন করে এ রায় দিয়েছেন বলে আপিলকারী খালেকুজ্জামন তোতা জানান। এদিকে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়াই নিয়ামতপুর পোরশা সহ বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছে নওগাঁ-১ (নিয়ামতপুর পোরশা,সাপাহার) আসনের আওয়ামীলীগের বিদ্রহী প্রার্থী খালেকুজ্জামন তোতার সমর্থকরা।