গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে উপজেলার উমার ইউনিয়ন চার নম্বর ওয়ার্ড কুলফৎপুর এলাকায় গণহত্যার শিকার শহীদদের স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এরপর আলোচনা সভায় ইউএনও আসমা খাতুন সময়ের আলোকে বলেন, স্থানীয় রাজাকারদের সহযোগিতা নিয়ে জাতিকে মেধাশূন্য করতেই পাক-হানাদার বাহিনী বেছে বেছে কবি, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পর্যায়ের বুদ্ধিজীবীদের নৃশংস গণহত্যা পরিচালনা করে।
তিনি এও বলেন, গণহত্যার শিকার বীর শহীদদের স্মরণে কুলফৎপুর গণকবরটিকে সংরক্ষণসহ তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মৃতিসম্ভ নির্মাণসহ সম্ভাব্য সবকিছু করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, অফিসার ইনচার্জ ওসি বাহাউদ্দীন ফারুকী বিপিএম পিপিএম, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব আলী সরকার, আব্দুত দাইয়ান, মো. রেজাউল ইসলাম, মো. আঃ রাজ্জাক, মো. মোজাফফর রহমান. বীরমুক্তিযোদ্ধার সন্তান কমান্ড সুলতান মাহমুদ, মো. রোস্তম আলী প্রমুখ।