নওগাঁ নিউজ ডেস্কঃ
নওগাঁয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে ‘মহান বিজয় দিবস-২০২৩। সকালে সুর্যোদয়ের সাথে সাথেই সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সফল বাণিজ্যমন্ত্রী মরহুম জননেতা আব্দুল জলিল এমপির উদ্যোগে গড়া মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নওগাঁ শহরের মশরপুর বাইপাস সড়ক সংলগ্ন আব্দুল জলিল শিশু পার্কের বিজয় স্মৃতিস্তম্ভে ফুলের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রথমে নওগাঁর জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলের বেদিতে পুষ্প অর্পণ করেন। পরে পুলিশের বিভিন্ন প্রতিষ্ঠানসহ রাজনৈতিক, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন।
নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল সাড়ে আটটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এম পি সহ জেলা, উপজেলা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। নওগাঁ জেলা স্টেডিয়ামে বিভিন্ন স্কুলের প্রতিযোগিতামূলক স্বাধীনতা যুদ্ধের ছোট্ট নাটিকা ও পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা কিভাবে বাঙালি জাতি নিপিড়ীত হয়েছে তা স্কুলের ছাত্র, ছাত্রীরা ডিসপ্লের মাধ্যমে দর্শকদের মাঝে তুলে ধরার চেষ্টা করেন।
শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসকের সকল কর্মকর্তা,কর্মচারি ও পুলিশ বাহিনীর সর্বস্তরের সদস্যগণ। এ ছাড়াও উপস্থিত ছিলেন কারা কর্তৃপক্ষ,ফায়ার সার্ভিস,আনছার ও ভিডিবি বাহিনীর কর্মকর্তা ও সদস্যগণ,মহান মুক্তিযুদ্ধের অতন্ত্রপ্রহরী বীর মুক্তিযোদ্ধাসহ সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।