গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় দিলদার হোসেন (৪০) নামের এক মোটরসাইকেল চালকের বুকে আঘাত লেগে মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত ওই যুবক নওগাঁ জেলার বদলগাছি উপজেলার মিঠাপুর ইউনিয়নের তাজপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি টেক্সমো সাবমারসিবল পাম্প কোম্পানিতে এসআর পদে চাকরি করতেন।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় উপজেলার পুর্ব বাজার খুকশী ব্রিজের পাশে একটি সিমেন্টের টিন বোঝাই অটোরিকশার সঙ্গে তার ধাক্কা লাগে। বুকে টিনের আঘাত পেয়ে গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার এক ঘন্টা পরেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের পক্ষ থেকে জানা গেছে, সকালের দিকে বিভিন্ন দোকান পরিদর্শন শেষে দুপুরে চকময়রাম এলাকায় যাওয়ার সময় জয়পুরহাটে যাওয়ার একমাত্র আঞ্চলিক মহাসড়কের উপর ব্যাটারি চালিত সিমেন্টের টিন বোঝাই অটোরিকশার সঙ্গে সংঘর্ষ লেগে দুর্ঘটনাটি ঘটে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, “মরদেহটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”