গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বেনীদুয়ার কাথলিক চার্চের আয়োজনে যীশুর জন্ম উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় উদযাপন করার হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার সময় উপজেলার ধামইরহাট ইউনিয়নের বেনীদুয়ার কাথলিক চার্চ চত্বরে বেনীদুয়ার ক্যাথলিক চার্চের পুরোহিত ফাদার মাইকেল কোরাইয়ার সভাপতিত্বে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার স্থানীয় প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং খ্রিস্টীয় বিভিন্ন চার্চ ও সমাজের সুধীজনকে নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময় শেষে খ্রিস্টীয় চার্চের স্থানীয় নৃত্যশিল্পীরা নিজস্ব সংস্কৃতিতে নেচে গেয়ে ঢাক ঢোল পিটিয়ে যীশুর জন্ম উৎসব পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, ধামইরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান, বেনীদুয়ার ক্যাথলিক চার্চের সহকারি পালক পুরোহিত ফাদার প্যাট্রিক গোমেজ প্রমুখ।