নওগাঁ নিউজ ডেস্কঃ
এশিয়ান টিভি’র ১১ তম বর্ষপূর্তিতে ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁর যুগ্ম সম্পাদক- ১ রাশেদুজ্জামান শ্রেষ্ঠ প্রতিবেদক নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী ও সৃজনশীল প্রতিবেদনের জন্য বৃহস্পতিবার সারাদিন ধরে এক জাঁকজমকপূর্ণ প্রতিনিধি সম্মেলনে এশিয়ান টিভি’র চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ সিআইপি তার হাতে শ্রেষ্ঠ প্রতিবেদকের এই ক্রেস্ট তুলে দেন। এ সময় এশিয়ান টিভি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁর যুগ্ম সম্পাদক -১ কে প্রথমবারের মতো শ্রেষ্ঠ প্রতিবেদকের সম্মাননা প্রদান করায় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, সাংবাদিকতায় আগামীতেও শ্রেষ্ঠত্ব অর্জন করিবেন রাশেদুজ্জামান। অভিনন্দন জানানো নেতৃবৃন্দরা হলেন,ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সহ সভাপতি আসাদুজ্জামান , অর্থ সম্পাদক আব্দুর রাকিব, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন , প্রচার সম্পাদক আহসান হাবীব, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, নির্বাহী সদস্য শাকিল আহমেদ,সদস্য রানা সরদার, রিয়াদুল ইসলাম অন্তর প্রমুখ।