নওগাঁ নিউজ ডেস্কঃ
নওগাঁয় দাবী মৌলিক উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের কার্যক্রমের অংশ হিসাবে আরামবাগ কনফেকশনারী Food Safety and Management system বিষয়ে ISO সার্টিফিকেট অর্জন করে।
অদ্য ২২.০১.২৪ ইং তারিখ আনুষ্ঠানিক ভাবে আরামবাগ কনফেকশনারীকে ISO সার্টিফিকেট হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার সম্মানিত নির্বাহী পরিচালক জনাব আশরাফুন নাহার, আরামবাগ কনফেকশনারীর প্রোপ্রাইটর জনাব কাজী খালেদকে ISO সার্টিফিকেট ও অনুদানের চেক হস্তান্তর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন DAS-এর CEO জনাব রাকিবুর রহমান, আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ মাহমুদ কবির, ইন্টারভেনশন : ৪(দুগ্ধখাত) -এর কর্মকর্তা কৃষিবিদ মোঃ রুহুল আমিন সহ অনেকেই।